এপ্রিল, ১৯১৯অমৃতসর, পাঞ্জাব, ব্রিটিশ ভারত রাওলাট আইনের বিরুদ্ধে ভারতীয় জনতার বিক্ষোভ শিখ সম্প্রদায়ের নববর্ষের মোড়কে শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে। হাজার হাজার ভারতীয় বিশেষ করে শিখ সম্প্রদায়ের মানুষজনের এই মিছিল নিয়ে শহরের সরু উদ্যান জালিয়ানওয়ালাবাগে অবস্থান নেয়। জড়ো হওয়া জনতার কন্ঠে তখন ঝরছে মুক্তির...