১৭৮৭ সালের ৯ এপ্রিল। কোলকাতার সেইন্ট জন্স চার্চ। আজকেই সেই কাঙ্ক্ষিত দিন। কোলকাতার মানুষেরা অধীর আগ্রহে এই দিনের জন্য অপেক্ষা করে ছিলো। বেশ ভোরেই সবাই আজ ঘুম থেকে উঠে গিয়েছে। দ্রুত চার্চের ঐখানে যেতে হবে যে! বিখ্যাত শিল্পীর হাতে আঁকা চিত্রটি কতোই না মোহনীয় হবে! প্রত্যেকেই এই ভাবনায় বিভোর হয়ে আছে।...












