চাকমা জাতির ইতিহাসে দুজন নারীর নাম জানা যায়, যারা রাজার মৃত্যুর পর রাজ্যের ভার গ্রহণ করেছিলেন। প্রথম জনের নাম কাট্টুয়া রাণী। রাজা সাত্তোয়া বা পাগলা রাজা মারা যাবার পর কাট্টুয়া রাণীকে চাকমা সমাজের আমত্যরা রাণী হিসেবে বরণ করে নেন। কিন্তু চাকমা জাতির ইতিহাসে যিনি রাণী হিসেবে সবচেয়ে জনপ্রিয় ছিলেন...