ঝি ঝি পোকা ডাকছে। মানে বিকেল ৫ টা বেজে গেছে একটু পরেই নামবে অন্ধকার। এত তাড়াতাড়ি অন্ধকার নামার কারণ এখানকার ঘন গাছ-পালা। পাখিরা শেষ বারের মত তাদের ভাব আদান - প্রদান করছে বুঝা যাচ্ছে তাঁদের কিচিরমিচির শব্দের আধিক্য শুনে। সূর্য অস্ত হতেই গা থমথমে পরিবেশ। তারওপর পাতায় জমে থাকা বৃষ্টি ফোঁটা পরার...