পুরানো ঢাকার চকবাজার সোয়ারীঘাট এর চম্পাবতী এলাকায় এটির অবস্থান। বড় কাটরার পূর্ব দিকে প্রায় ১৮৩ মিটার পূর্বে, হাকিম হাবিবুর রহমান লেনে বুড়িগঙ্গার তীরে(পুরাতন মোগল ঢাকায় ) চম্পা বিবির মাজার নামেই বেশি পরিচিত। পুরানো ঢাকার চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী এলাকার নামকরণ করা হয় চম্পা বিবির...