১৮৩০ এর দশকের কথা। কলকাতার জোড়াসাঁকোর প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের তখন ব্যবসায়িক অবস্থা একদম রমরমা। পৈত্রিক সূত্রে বিরাহিমপুর পরগনার জমিদারি তো আগেই ছিল। এরপর বিভিন্ন কোম্পানিতে অংশিদারিত্ব আর দেওয়ানির সুযোগে নিজ ব্যাংক, কার এন্ড টেগোর কোম্পানি আর স্টিমার কোম্পানিও চালু করলেন। লাভের টাকায় তখন কিনতে...