জেরুসালেমের গত ছয় হাজার বছরের ইতিহাসে সংঘটিত সবগুলো রক্তক্ষয়ী বিবাদের মূল কারণ বহিঃশক্তির আগ্রাসন, বহিরাগতদের অনিয়ন্ত্রিত অভিবাসন এবং পরাশক্তিগুলোর কুটিলতা। জেরুসালেমের মালিকানা পরিবর্তন হয়েছে অসংখ্য বার। আজো এ নগরী হয়ে উঠে আন্তর্জাতিক রাজনীতির প্রধান স্নায়ু কেন্দ্র। সময়-সময় হয়ে উঠে বিশ্ব...