আগরা মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণতম শহর, রাজধানীও। নতুন রাজধানী শাহজাহানাবাদ তৈরি হতে আরও কয়েক দশক বাকি। এশিয় ব্যবসা রাজপথের হাজারো শহরের সঙ্গে আগরা তীব্রভাবে পাল্লা দেয়। ব্যবসায় উদ্বৃত্ত অর্থনীতি নির্ভর মুঘল হিন্দুস্তানের বড়তম পাইকারি বাজার আগরা - বিশ্বের এমন কোনও দ্রব্য নেই যা এখানে পাওয়া যায়...