মোহাম্মদ ওয়াজেদ আলী শাহ নিশাপুর রাজার উত্তরাধিকারী নবাব। ম্যাকলয়েড নামে এক স্টিমারের ডেকে দাঁড়িয়ে ভাবছেন তার অতীত আর বর্তমান নিয়ে l তিনি ১৮৪৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮৫৬ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৯ বছর অযোধ্যা শাসন করেছিলেন। তার রাজত্বে প্রজারা তো অসুখী ছিল না ! তবে কেন তার...