সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সভ্যতার কেন্দ্র ছিল ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদ অববাহিকা। পরে তা প্রসারিত হয় ঘগ্গর-ভাকরা নদী উপত্যকা ও গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানের বালোচিস্তান এই সভ্যতার অন্তর্গত ছিল। এই সভ্যতা হরপ্পা-...