প্রাচীন সময়ের সর্ববৃহৎ বাণিজ্য রুটগুলোর একটি ছিল সিল্ক রোড। এই পথ ধরে দুই হাজার বছরেরও বেশি সময় ধরে এশিয়া থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে পণ্য, জ্ঞান ও সংস্কৃতি আদান–প্রদান চলত। যদিও “সিল্ক রোড” নামটি উনিশ শতকে জার্মান ভূগোলবিদ ফার্দিনান্দ ফন রিখটহফেন প্রবর্তন করেন, তবে তার বহু আগে থেকেই এ পথ চীন, ভারত...








