ভারতীয় উপমহাদেশের দাঙ্গা ও দেশভাগের অন্যতম কথাকার সাদাত হাসান মান্টো উপমহাদেশের আরো অনেক সাহিত্যিকের মতোই নিজের জীবদ্দশায় অবহেলিত ছিলেন। অথচ দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ তাঁর মত করে এত দরদী কলমে চিত্রিত করেছেন খুব কম সাহিত্যিকই। আবার...