পাঁচজন মহিলা। কারুর সঙ্গে কারুর পরিচয় নেই। হাজার হাজার মাইল দূরে বসে তারা একে অন্যের অজান্তে কোন মৃত ব্যক্তির আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। মিডিয়ামের মাধ্যমে আচ্ছন্ন অবস্থায় স্বয়ংচালিত লেখার পন্থা অবলম্বন করে তারা অন্য জগতের খবর আনবার প্রয়াস পেলেন। এই পন্থা বেছে নেবার কারণ...