অবশেষে হর্ষবর্ধনের রাজসভা থেকে বিদায় নিলেন চীনা পর্যটক হিউয়েন সাং। এবার বাড়ি ফেরার পালা। চীনা সম্রাটের অনুমতি ছাড়াই পায়ে হেঁটে ভারতবর্ষে এসেছিলেন তিনি। সে তো প্রায় ১৬-১৭ বছর আগের কথা। বৌদ্ধ ধর্মের পরিপূর্ণ দীক্ষা লাভ ও জ্ঞান অর্জনই ছিলো তার মুখ্য উদ্দেশ্য। বইভর্তি একটি ঝুড়ি পিঠে ঝুলিয়ে এবার তিনি...