প্রায় ১৪০০ বছর আগের কথা। অ্যাংলো-স্যাক্সনদের যুগ। অ্যাংলো-স্যাক্সনরা ছিলো যুদ্ধবাজ জাতি। ১০৬৬ সাল পর্যন্ত ইংল্যান্ড শাসন করা অ্যাংলো-স্যাক্সনরা মূলত জার্মানি থেকে ইংল্যান্ডে এসে ঘাঁটি গেঁড়েছিলো ৪১০ সালে। আর তখন থেকেই যুক্তরাজ্যের নাম হয় ‘ইংল্যান্ড’, যার অর্থ ‘অ্যাংলোদের দেশ’। সময়টা তখন...















