আকবর এবং জাহাঙ্গিরের সময় অধস্তন আমলা আসাদ বেগ কাজভিন, আবুল ফজলের হত্যা আর আকবরের মৃত্যুর প্রায় প্রত্যক্ষ্যদর্শী। তিনি দুটো অভিজ্ঞতাই লিখে যান। শুরুতে আবুল ফজলের হত্যাকাণ্ড তার পরে আকবরেরটি বয়ান করব। দুতিন কিস্তি হবে। আসাদ বেগ দরবারে ছিলেন ১৬০১-১৬০৬ সময়ে, ক্ষমতা হস্তান্তরের সময়ে। তার উপাধি...