১৬৬৬ সালের এক সন্ধ্যায় ফরাসি বনিক টেভারনিয়ার বজরায় করে ঢাকায় প্রবেশ করেন। আসার পথে দেখতে পান নদীর দু'ধারে বাংলার কাদামাটিতে গড়া মুঘল আমলের অপূর্ব সব স্থাপত্যের সারি। তিনি তার ভ্রমণ কাহিনীতে ঢাকা সুরক্ষার নগরদূর্গ থেকে শুরু করে বুড়িগঙ্গা নদী, যোগাযোগ ব্যবস্থায় সেতু, ধলেশ্বরী নদী,...