নাম লোহাগড় মঠ কেন জানো ? তাই বলা হবে আজ l
লোহ এবং গহড় দুই ভাই l পাগলাটে স্বভাবের দুই জমিদার ভাইয়ের গল্পের শেষ নাই l চাদঁপুরের জমিদার তারা l সত্য মিথ্যা জানি না তবে লোক মুখে শোনা একবার এক বৃটিশ ঘোড়া নিয়ে প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, ‘কেমন জমিদার এরা! রাস্তাগুলো এত খারাপ। জমিদারের কর্মচারীরা এ কথা শুনে লোহ এবং গহড়কে জানায়। এ কথা শুনে তারা রাস্তাটি সিঁকি ও আধুলির মুদ্রা দিয়ে ভরিয়ে দেয়। ইংরেজ লোকটি ফেরার পথে তা দেখে অবাক হয়ে গেলেন। জমিদার মানিক সাহা ‘লোহ’ এবং রূপক সাহা ‘গহড়’ এই দুই ভাই ই ভালোবেসে তৈরি করলেন লোহাগড় মঠ। আর তাদেরই নামানুসারে নামকরণ করা হল ‘লোহাগড় মঠ’। দুই ভাই মণি, মুক্তা, সোনা রূপা দিয়ে ভরিয়ে রাখতো মঠগুলোকে।নিত্য প্রার্থনায় মগ্ন হতো তারা l এই মঠের কারুকার্যে মুগ্ধ হয়েছে বহু রাজা,বাদশা, জমিদার। অনেকবার চোর ডাকাত এখানে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি।
ঢোকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি।
ধীরে ধীরে জমিদারী প্রথা বিলুপ্তি এবং দেশভাগের সাথে সাথে মঠগুলোর রূপ সৌন্দর্যও আজ হারিয়ে যেতে বসেছে। ৫ টি মঠ তৈরি করা হলেও বর্তমানে ভঙ্গুর হয়ে টিকে আছে ৩ টি মঠ। অতীতের জৌলুশ অনেকটা হারিয়ে কালের সাক্ষী হিসাবে দাড়িয়ে আছে আমাদের মাঝে।
ছবি Ashikuz Zaman Ashik Stay Curious SiS
তথ্য প্রদানকারী.. বঙ্গ ভিটা