দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে ১৯৭১ সালের ডিসেম্বরে বিজয় অর্জনের পর শাহবাগের বেতার সম্প্রচার ভবন থেকে ‘রেডিও পাকিস্তান’ এর নাম অপসারন করে ‘বাংলাদেশ বেতার’ এর নামফলক স্থাপনের দুর্লভ আলোকচিত্র। ছবিটির আলোকচিত্রী ছিলেন জনাব লুৎফর রহমান। ছবিটি সংগ্রহ করেছেন আব্বু Md Abdul Aziz ।

পূর্বকথাঃ মুক্তিযুদ্ধের শুরুতেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রাথমিক যাত্রা শুরু করে ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র”। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে কয়েক দফা অবস্থান পরিবর্তন করে ১৯৭১ এর ২৫মে বিদ্রোহী কবি নজরুলের জন্মদিনে কলকাতার বালিগঞ্জের সার্কুলার রোডের এক বাড়ি থেকে সম্প্রচার শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পূর্ণাঙ্গ অনুষ্ঠান। মিডিয়াম ওয়েভ ৩৬১.৪৪মিটার ব্যান্ডে ৮৩০কিলোহার্জে ইথারে ছড়িয়ে পড়ে বাংলার মানুষের মুক্তির বাণী।

১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী পার্লামেন্টে এক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা ও অস্থায়ী সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন। এরপরই স্বাধীন দেশের বেতার কেন্দ্র হিসেবে এর নতুন নাম হয় ‘বাংলাদেশ বেতার’। ‘আমি বিজয় দেখেছি’ বইতে সাংবাদিক এম আর আখতার মুকুল লিখেছেন সেদিনের কথা –

“স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সংবাদ কক্ষে একটার পর একটা খবর এসে পৌঁছাচ্ছে। কামাল লোহানী, সুব্রত বড়ুয়া, জালাল, আলী জাকের, আলমগীর কবির কারো বিশ্রাম নেয়ার সময় নাই। ……রাতেই খবর এলো লালমনিরহাটে মুক্তিবাহিনী প্রবেশ করেছে। সিলেট ও মৌলভীবাজার মুক্ত হওয়ার পথে। ভারতীবাহিনী ঢোকার আগেই দুঃসাহসিক মুক্তিযোদ্ধারা এসব এলাকায় ছড়িয়ে পড়েছে। এর পরের খবর হচ্ছে যে কোন মুহূর্তে যশোরের পতন ঘটবে। সীমান্ত এলাকা থেকে হানাদার বাহিনী প্রচণ্ড আক্রমণের মুখে পশ্চাদপসরণ করেছে। বেতারকেন্দ্রের এক কোণায় প্রচণ্ড শীতে একটা চাদর জোগাড় করে মেঝেতে শুয়ে মুক্তিযুদ্ধে শরিক হতে পেরে নিজের জীবনকে ধন্য মনে হলো। পরম করুণাময়ের দরগায় প্রার্থনা করলাম সবার মঙ্গল কামনায়। এত ত্যাগ, এত তিতিক্ষার পর স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে।“

১৯৬০ সালের ফেব্রুয়ারিতে ৬টি স্টুডিও নিয়ে শাহবাগের নতুন ভবনে সম্প্রচার কার্যক্রম শুরু করেছিল রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্র। ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পরদিন ১৭ই ডিসেম্বর বিকেল বেলায় এই ভবন থেকে স্বাধীন দেশের বেতার সম্প্রচার কাজ শুরু হয়; ‘বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্র’ নামে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে বাংলাদেশ বেতারের দীর্ঘ ইতিহাস জড়িত শাহবাগ ভবনটি হস্তান্তর করা হয়েছে ।