একজন আদর্শ সম্রাট কেমন হয়, বলতে পারো কি? আদর্শ সম্রাট সে-ই, যে নিজ সাম্রাজ্যকে সন্তানের মতো আগলে রাখে; নির্ভীক, নিঃসংশয় হয়ে তার বিস্তারে ভূমিকা রেখেই চলে এবং গৌরবের সাথে নিজের সবটুকু দিয়ে তা পরিচালনা করে। আমাকে চিনতে পারছো তো? আমিই সেই শ্রেষ্ঠ সম্রাট, আমিই...