মোঘলদের সাথে এক যুদ্ধে যশোরের রাজা প্রতাপাদিত্য হেরে যান ও বন্দি হন। তখন তার বংশধরদের অনেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পরে। তাদেরই এক বংশধর ছিলেন রাজা নীলকণ্ঠ। নিজের চেষ্টা, পরিশ্রম, ধন - সম্পদ দিয়েই জায়গা করে নিয়েছিলেন সবার মধ্যে। এই রাজা নীলকণ্ঠের ঘর আলো করে জন্ম...