মানুষের স্মরণকালের মধ্যে ১৮৫৪-৫৫ সালের শীত উত্তর ইংল্যান্ডের সর্বত্র সবচাইতে বেশী বলে অনুভূত হয়। ৯ই ফেব্রুয়ারী সারারাত প্রবল তুষারপাত হয় –দুই ইঞ্চি পুরু হয়ে ডেভনশহর বরফাচ্ছাদিত হয়ে পড়ে। এক্স্ নদীর পানি জমে বরফ হয়ে যায়। পাখিগুলো বরফের যেখানেই দাঁড়ায় ফাঁদে পড়ার মত...