আয়েনা বালমা, কা করে সজনী-পুরান ঢাকার রাতের ঘুম কেড়ে নিয়েছিলো রুপলাল হাউজের নূপুরের ঝংকার, মদিরার নেশা। সে সময় ঢাকায় উর্দ্ধতন ইংরেজ কর্মকর্তা সাহেবরা কোন সরকারি অথবা ব্যক্তিগত কাজে বেড়াতে এলে তাদের ঠিকানা ছিলো আহসান মঞ্জিল। শাসক ইংরেজ বা বিদেশীদের তোষণ নবাবদের...