Image Source: Google

যে কোন যুগেই ধর্মই ছিল সকল বিবাদের মূল কারণ। এখনো তাই আছে। বিভিন্ন সময়ের এই ধর্মযুদ্ধগুলো পৃথিবীতে নতুন নতুন সংস্কৃতির সৃষ্টি করেছে। ইতিহাসের সবথেকে শান্তিপূর্ণ সময় ছিল মোরসের যুগে। মোরসরা ছিল আফ্রিকার এক যাযাবর জাতি। তারা ৮ম শতাব্দীতে স্পেন আক্রমণ করেছিল। তারা মুসলমান ছিল এবং স্পেনে তাদের ধর্ম ও সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছিলো।

সময়ের সাথে সাথে, মোরসরা দক্ষিণ স্পেনের কর্দোভায় উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিল। তারা সমস্ত অঞ্চল জুড়ে তাদের সংস্কৃতি ছড়িয়ে দেয়। খেলাফত পতনের আগ পর্যন্ত তারা প্রায় তিন শতাব্দী ধরে রাজত্ব করেছিল। মোরসরা যখন স্পেনের আলমোরাভিদদের হাতে ধরা পড়ে তখন স্পেনে  আবার খ্রিস্টান শাসন প্রতিষ্ঠিত হয় এবং তাদের ঐতিহ্যগুলি স্পেন থেকে বিলুপ্ত হতে থাকে। কিন্তু প্রায় ৭০০ বছরের মোরস প্রভাব স্পেনের উপর একটি বিশেষ চিহ্ন রেখেছিল, যা পশ্চিম ইউরোপের বাকী অংশ থেকে স্পেনকে আলাদা করে তুলেছিল। সেই সময় ইতিহাসের কিছু সেরা ব্যক্তিত্বের জন্ম হয়েছিল, যাদের আশ্চর্য সৃষ্টি এখনও আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে। তাদের মধ্যে একজন হলেন জিরিয়াব, যার অবদান আজও বর্তমান বিশ্বের ফ্যাশন ডিজাইন, সংগীত, কবিতা, গ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় জ্বলজ্বল করছে।

Image Source: Google

জিরিয়াব ছিলেন নবম শতকের আরব পলিম্যাথ, যার সুন্দর কণ্ঠের জন্যে কৃষ্ণকোকিল নামে পরিচিত ছিলেন। তার জন্ম হয়েছিল বাগদাদে খলিফা হারুন – উর – রশিদের সময়ে। অনেক ঐতিহাসিকদের মতে, জিরিয়াব আফ্রিকান অথবা কুর্দি বংশোদ্ভূত কৃতদাস ছিলেন। পরবর্তীতে তাকে মুক্ত করে দেয়া হয়। সেই সময় বাগদাদ ছিল বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতির প্রাণকেন্দ্র। খলিফা ছিলেন সংগীতের অনুরাগী। তার সভার প্রধান শিল্পী ছিলেন ইসহাক – আল – মৌসুলি। আর জিরিয়াব ছিলেন তারই শিষ্য।

একবার খলিফার দরবারে জিরিয়াবের ডাক পরে। খলিফা তাকে তার গুরুর বাদ্যযন্ত্র ‘উদ’ বাজিয়ে গান গাইতে বলেন। কিন্তু জিরিয়াব ‘উদ’ বাজিয়ে গান গাইতে অস্বীকৃতি জানান। সেই জায়গায় তিনি তার নিজের তৈরী একটি বাদ্যযন্ত্রে নিজের তোলা সুরে গান গেয়ে শোনান। খলিফা তার গান শুনে অত্যন্ত খুশি হন। কিন্তু অত্যন্ত বিরক্ত হন ইসহাকের প্রতি, কারণ এতদিন পর্যন্ত এই প্রতিভাকে ইসহাক লুকিয়ে রেখেছিলেন। জিরিয়াবের প্রতি খলিফার এই সুনজর ইসহাক ভালোভাবে নিতে পারেননি। ইসহাক তখন বেশ বুঝতে পারছিলেন জিরিয়াবের জন্য তার জায়গা নড়বড়ে হয়ে যেতে পারে। তাই দেরি না করে তিনি জিরিয়াবকে বাগদাদ ছাড়তে বাধ্য করেন।

বাগদাদ ছাড়ার পর জিরিয়াব তিউনিসিয়া হয়ে স্পেনের আন্দালুসের দিকে যান। সেখানে তিনি রাজদরবারে প্রধান সংগীতশিল্পী হিসেবে কাজ পান। ধীরে ধীরে তিনি আন্দালুসের সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পান। সেখানে তিনি একটি গানের স্কুলও নির্মাণ করেছিলেন। সেই স্কুলটি আজও বিশ্বের সবার জন্য একমাত্র উন্মুক্ত গানের স্কুল হিসেবে পরিচিত। জিরিয়াব অসাধারণ স্মরণশক্তির অধিকারী ছিলেন। প্রায় দশ হাজার গান তার মুখস্ত ছিল। তিনি ‘নুবা’ নামক এক আন্দালুসীয় সঙ্গীতের সুরের সাথে প্রাতিষ্ঠানিক সুরের মিশ্রণ ঘটান, যা আজও সেখানে অনুসরণ করা হয়। ভারতীয় উচ্চাঙ্গ রাগ সঙ্গীতের মতোই ২৪ ঘন্টার উপযোগী ২৪টি ‘নুবা’ সৃষ্টি করেছিলেন তিনি। পরবর্তীতে খ্রিস্টানদের চার্চের মিউজিককে জিরিয়াবের এই নুবাগুলো ব্যাপকভাবে প্রভাবিত করে। বর্তমানে এই সঙ্গীত ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক নামে সকলের কাছে পরিচিত। বর্তমানে স্প্যানিশ গিটার তারই তৈরী বাদ্যযন্ত্র ‘উদ’ -এর পরিবর্তিত রূপ। তার এইসব সাফল্যের কারণে  তাকে স্পেনের  ইসলামিক সঙ্গীতের প্রতিষ্ঠাতা বলা হয়।

Image Source: Google

কিন্তু শুধুমাত্র গান নয়, তার পা পড়েছিল স্পেনের ফ্যাশন, হেয়ারস্টাইল, লাইফস্টাইল এর উপরেও। তিনিই প্রথম ব্যাক্তি হিসেবে ইউরোপে দাবা খেলার প্রচলন করেন।

সেই সময় স্পেনে খাওয়া দাওয়া নিয়ে কোনো নিয়ম কানুন মানা হতো না। জিরিয়াবই প্রথম ফরাসিদের থ্রি – কোর্স মিল বা তিন ধাপে খাবার প্রচলন শুরু করেন। প্রথমে স্যুপ, তারপর মেইন ডিশ সবশেষে মিষ্টি জাতীয় খাবার। এই নিয়ম পরবর্তীতে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পরে। শুধু তাই নয়, তিনি ডাইনিং টেবিলের সাথে চামড়ার চেয়ার, টেবিল ক্লথ ও কাচের গ্লাসের ব্যবহার শুরু করেন। তার উদ্ভাবিত খাবার আসপেরাগাস বা শতমূলী আজও জনপ্রিয়। ধারণা করা হয়, জনপ্রিয় খাবার জিলাপিও নাকি তারই সৃষ্টি।

জিরিয়াবকে বলা হয় আধুনিক ফ্যাশনের প্রবর্তক। আগে যখন শুধু গরমকাল ও শীতকালে ভিন্ন ভিন্ন পোশাক পড়ার প্রচলন ছিলো, সেখানে তিনি নানা ঋতুতে নানা রকম পোশাকের ফ্যাশন চালু করেন। শুধুমাত্র ভিন্ন ধরণের পোশাক নয়, সেইসব পোশাকের রং-ও তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। যেমন, গ্রীষ্মকালের জন্য সাদা রঙের পোশাক, বসন্তকালের জন্য উজ্জ্বল রঙের আর শীতকালের জন্য চালু করলেন গাঢ় রঙের উলের পোশাক।পরবর্তীতে তা ইউরোপের ফ্যাশন বলে পরিচিতি পায়। কাপড় পরিষ্কার করার পাউডার, দাঁত পরিষ্কার করার টুথপেস্ট, শরীরের দুর্গন্ধ দূর করার ডিওডোরেন্ট স্প্রে ইত্যাদি তারই সৃষ্টি। মেয়েদের লম্বা চুলকে ছোট করার ফ্যাশনও তার হাত ধরেই এসেছে। তার আবিষ্কৃত বিভিন্ন সুগন্ধি ও পরিষ্কার পোশাক পড়ার প্রচলন মেয়েদেরকে আরও আকর্ষণীয় করে তুলেছিল সেই সময়ে।

Image Source: Google

জিরিয়াব ছিলেন একজন সত্যিকার প্রতিভাবান মানুষ। তিনি সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। জিরিয়াবের প্রচলিত সবকিছুই যে তার উদ্ভাবিত এমনটা নয়। বরং তিনি বাগদাদ ও আন্দালুসের সংস্কৃতিকে এক করেছিলেন এবং সেইসব সংস্কৃতিতে যোগ করেছিলেন এক নতুন মাত্রা। তার মৃত্যুর পরে ইউরোপের নানা প্রান্ত থেকে আন্দালুসে ছুঁটে আসতো মানুষ আর যাওয়ার সময় নিয়ে যেত জিরিয়াবের চালু করা অভিনব জীবনযাত্রা। বর্তমান বিশ্বে অনেকেই জানেনা, যারা এই জীবনধারাকে ইউরোপের নিজস্ব সংস্কৃতি মনে করে, তা আসলে একজন মুসলমানের হাত ধরে এসেছে। ৬৮ বছর বয়সে এই উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর মায়া ত্যাগ করেন। কিন্তু আজও জিরিয়াব বেঁচে আছেন তার তৈরী জীবনধারা, ফ্যাশন ও জ্ঞান – বিজ্ঞানের মাঝে।

Image Source: Google

 

শিউলি ফুলের বিষণ্ণতার গল্প

শরতের রাতের সৌন্দর্য বলতে যে ফুলকে বোঝানো হয়, তা হলো শিউলি ফুল। তবে এ সৌন্দর্য আনন্দের নয়, বেদনার প্রতীক। শিউলি ফুলের নাকি সব সময়ই মন খারাপ থাকে। সূর্যের ওপর তার এক রাশ অভিমান। তাই তো রাতের আঁধারেই নিজেকে ফুটিয়ে তুলতে পছন্দ করে সে এবং সূর্য ওঠার আগেই লুকিয়ে ঝরে পড়ে।...

মিশরীয় সিন্ডারেলা

মিশরে তখন ১৬ তম রাজবংশের যুগ। পার্সিয়ান আক্রমনের সম্ভাবনায় দিন গুণছে মিশর। সে সময় মিশরীয় সৈন্যদের তুলনায় গ্রীক সৈন্যদের কদর ছিলো অনেক বেশি। কারণ গ্রীক সৈন্যদের দক্ষতার গল্প প্রচলিত ছিলো বিশ্ব জুড়ে। এমন সময় ফারাও এপ্রিয়েজকে হত্যা করে মিশরের নতুন ফারাও হলেন রাজবংশের...

প্রাচীন সভ্যতায় ঈশ্বরের ধারণার উৎপত্তি ও সংখ্যাগত অবনমন

যে কোন সভ্যতার প্রাচীন ইতিহাস ঘাটলেই আমরা বহু ঈশ্বর বা গডের অস্তিত্বের কথা জানতে পারি। তবে আজকের প্রেক্ষাপটে ঈশ্বর সম্পর্কে এ ধারণা অনেকটাই পাল্টেছে। কেননা বর্তমান বিশ্বে বহু ধর্মমত এখনও বিদ্যমান থাকলেও ঈশ্বরের সংখ্যার বিষয়টি কমে এসেছে। একেশ্বরবাদ কিংবা বহুঈশ্বরবাদী...

হিন্দু দেব-দেবীর ধারণা প্রাচীন মধ্য এশীয় বিশ্বাসেরই প্রতিরূপ নয় তো?

সিংহবাহনের ওপর এক হাতে চাঁদ ও এক হাতে সূর্য নিয়ে চার হাতবিশিষ্ট এক দেবী যুদ্ধবাজ ভঙ্গিমায় আসীন নিজের সন্তানদের প্রতিরক্ষার জন্য। খুব পরিচিত লাগছে তাই না? নিশ্চয়ই দেবী দুর্গার সাথে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। কিন্তু এ তো দুর্গা নয়, ব্যাক্ট্রিয়ান মাতৃদেবী ‘নানায়াহ’ বা ‘ননা’...

মহাবীর কর্ণের অন্তিম যাত্রা

সূর্যদেব অস্তে চলে যাচ্ছেন। গোধূলিবেলার লালচে আলোতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার এই জন্মের শত্রুকে। তার গান্ডিব ধরা উদ্ধত হাতে চকচক করছে অঞ্জলিক বাণ, যা আমার মস্তক ছেদ করার জন্য একটু পরেই ছুটে আসবে।পান্ডব বীর অর্জুন, যে আমার চরম শত্রু আবার আমার সহদর কনিষ্ঠ ভ্রাতা।ওই...

মেহেদী হাসান খান

মেহেদী হাসান খান ১৮ বছর বয়সের মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হলেন,কিন্তু পড়াশোনায় তার মন নাই! কিন্তু কেন? তিনি নাওয়া- খাওয়া, পড়াশোনা বাদ দিয়ে একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে বাংলা ভাষায় লেখার জন্য লড়াই শুরু করলেন। একটাই জেদ, বাংলা...

ঢাকার হারিয়ে যাওয়া সংগ্রহশালা- বলধা জাদুঘর

১৯২৫ সালের ঢাকা; ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে বেরিয়ে রেললাইন ধরে নারায়ণগঞ্জের দিকে কিছুদূর এগুলে উয়ারি। উয়ারির শেষ সীমানায় এক সরু রাস্তা চলে দিয়েছে নারিন্দার দিকে। সরু সেই রাস্তার একপাশে বহু পুরাতন খ্রিস্টান কবরখানা আর তার বিপরীতে উঁচু পাচিলঘেরা কম্পাউন্ডের ভেতর দোতলা...

সুন্দরবন ধ্বংসের ইতিবৃত্ত

ব্রাজিলের চিরসবুজ বিস্তৃত এমাজন (Amazon Rainforest) গহীন বনাঞ্চলকে বলা হয় বিশ্বের ফুসফুস, তেমনি সুন্দরবনও বাংলাদেশের শ্বাস-প্রশ্বাসের এক অঙ্গ। এই ঘন বনাঞ্চল বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগেরও এক প্রতিরোধ। সুন্দরবনকে ঘিরে আশেপাশের জনপদে ছড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। এমনি...

ঢাকার এক বিস্মৃত চিকিৎসক

দিনটি ছিল ১৫ই নভেম্বর ১৮৬৪ সাল, মঙ্গলবার। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। নারিন্দার খ্রিস্টান কবরস্থানের দীর্ঘ ঘাসের ঝোপে অবশ্য তখনই অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা হলে এই এলাকায় সহজে কেউ পা বাড়ায় না। কিন্তু সেদিন পুরো এলাকা লোকে লোকারণ্য- আছে ইংরেজ, আরমেনিয়, দেশী সব...

ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ

পূর্বকথাঃ উনিশ শতকের মাঝামাঝি সময়ের কথা। আরমানিটোলার মহল্লা আলে আবু সাঈদে তখন এক প্রভাবশালী জমিদারের বাস, নাম- মীর্জা গোলাম পীর। দাদা মীর আবু সাঈদ  ইস্ট ইন্ডিয়া কোম্পানির রমরমা যুগে তুরস্ক থেকে এসে ঢাকায় থিতু হয়েছিলেন। মীর্জা গোলাম পীরের আরেক নাম মীর্জা আহমেদ জান। তবে...