এখন প্রতি বছরই এপ্রিল মাস আসলেই একটা গল্প দেখি। সেটা হচ্ছে,স্পেনে মুসলিম শাসনের অবসানের পর, রাজা ফার্ডিনেন্দেজ ও রাণী ইসেবেলার সৈন্যরা ফরমান জারী করে যে যারা মসজিদে অবস্থান করবে তাদের সাথে ভাল ব্যবহার করা হবে। বাস্তবে তা হয়নি। তারা মসজিদে তালা মেরে আগুন দিয়ে সব্বাইকে পুড়িয়ে মারে। সেটা ছিল এপ্রিলের ১লা তারিখ। মুসলমানদের এই নিবুদ্বিতার জন্য সেই থেকে খ্রীষ্টানরা নাকি এপ্রিল ফুল পালন করে আসছে।

কতটুকু সত্যতা আছে এ গল্পে?
আমি ইতিহাসবিদ নই। ঠিক জানিনা এ বর্ণনাটা কোথা থেকে উধৃতি নেয়া হয়েছে? কোন পশ্চিমা ইতিহাস বই অথবা মুসলিম কোন বই থেকে? যারা গল্পটা লিখেন, কপি পেষ্ট করে দেন। রেফারেন্স খুঁজেন না।

গ্রানাডা দখল হয়েছিল ২রা জানুয়ারী
A History of Medieval Spain বই থেকে উদ্ধৃত করলে, “১৪৯২ সালের ২ জানুয়ারি ইসাবেলা আর ফারদিনান্দ গ্রানাডায় প্রবেশ করেন। তারা শান্তিপূর্ণভাবে সেদিন গ্রানাডার শাসক দ্বাদশ মুহাম্মাদের কাছ থেকে গ্রানাডার চাবি নেন। চুক্তি হয়েছিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থাকবে। কিন্তু পরবর্তীতে সেটা মানা হয়নি। Ref. A History of Medieval Spain

ফার্দিনান্দ ও ইসাবেলা

তার মানে ইতিহাস প্রমাণ দিচ্ছে, ৫৮ দিন আগেই রাণী ইসাবেলার হাতে গ্রানাডার দখল চলে যায়! ২ জানুয়ারি। মোটেও সেটা ১ এপ্রিল না!

ইনকুইজিশন ফরমান-

১৫০৮ সালে আরচ বিশপ কর্তৃক ‘ইনকুইজিশন’ ঘোষণা করা হলো যে সব্বাইকে হয় ক্যাথলিক ধর্ম গ্রহণ করতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে। তখন নেমে আসে নির্যাতন যার শিকার হয়েছিল শুধু মুসলিমরা নয়, ইহুদীরাও একই ভাবে নিগৃহিত হয়েছিল। ১ লক্ষ মুসলিম মারা গিয়েছিল, ৪ লক্ষ মুসলমান দেশ ত্যাগ করতে বাধ্য হয় আর ৩ লক্ষ খ্রীষ্টান ধর্মে ধর্মান্ত্রিত হতে বাধ্য হয়। ইহুদীদের ইতিহাসও করুণ। দুই লক্ষ ইহুদী মারা যায়, এক লক্ষ ইহুদী ধর্মান্তরিত হতে বাধ্য হয়, এক লক্ষ ইহুদী দেশত্যাগ করে। – Ref: Encyclopædia Britannica এর Boabdil

অন্য ধর্মের যারা স্পেন ছেড়ে যেতে অস্বীকার করেছিল তাদেরকে ধর্মবিরোধী বলা হয়েছিল এবং পুড়িয়ে মেরে ফেলা হত

কাজেই অত্যাচার হয়েছিল সেটা সন্দেহ নেই। কিন্তু ১লা এপ্রিলের সততা কতটুকু?

গ্রানাডার পতনের কারণ কি?
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মুসলমানদের এই পরাজয়ের মূল কারণ ছিল চাচা ভাতিজার মধ্যে গৃহ যুধ্বের ফল। এই কথাটা কিন্তু ঐ সমস্ত পোষ্টে দেখিনা।বোয়াবদিলকে (শাসক আবু আব্দুল্লাহ মোহাম্মদ XII (স্প্যানিশ নাম ‘বোয়াব্দিল’) বন্ধি করার পর ফারদিনান্দ বোয়াবঅদিলকে প্রস্তাব দেয় যুধ্ব করার জন্য তারই পিতৃব্য আল-জাগালের বিরুদ্ধে। এই সুযোগে খীষ্টান সৈন্যরা গ্রানাডার আশেপাশের ক্ষেত খামার পুড়িয়ে দেয়। পরবর্তীতে নেমে আসে দূর্ভিক্ষ। Ref. Henry Kamen এর Spain 1469 – 1714; A Society of Conflict

গ্রানাডা আমিরাতের প্রতীক।

যখন কেউ বিজিত দের অত্যাচারের কথা বলে তখন জানতে হয় মুসলমানরা তারেকের নেতৃত্যে যখন স্পেন দখল করেছিল তখন তারা কতটুকু বন্ধুসুলভ ছিলেন? নাকি পরাজিতের উপর নেমে এসেছিল একই রকম নির্যাতন? যেটা সব সময়ের জন্য নিষ্ঠুর কিন্তু বাস্তব সত্য। তবে ব্যতিক্রম উদাহরণও আছে। জেরুজালেম দখলের পর, হযরত ওমর (রাঃ) এবং কুর্দী বীর গাজী সালাউদ্দিনের মহানুবতীতা। তাহলে ১লা এপ্রিলের উৎপত্তি কিভাবে হল? অনেক গল্প- অনেক। আজ এখানেই শেষ।

স্পেনের শেষ মুসলিম রাজার সাথে ফারদিনান্দ ও ইসাবেলা; Source Cambridge University

লেখকঃ Shareef Hasan