চেক প্রজাতন্ত্রের ছোট্ট শহরটিতে রয়েছে ইউরোপের মধ্যযুগীয় স্থাপত্যের অন্যতম নিদর্শন ,বিখ্যাত সেডলেক ওসারি বা কঙ্কালের গির্জা। চূড়ায় সোনালি রঙের মাথার খুলি ও হাড়ের নান্দনিক নকশা (ক্রসবোন) দিয়ে তৈরি গির্জাটির মধ্যে রয়েছে বিশাল এক কবরস্থান l
একসময় এই জায়গায় কোনো গির্জা ছিল না। ছিল শুধু এক কবরস্থান l ১২০০ সালের দিকে এক পাদ্রি জেরুজালেম থেকে কিছু মাটি সংগ্রহ করে ওই কবরস্থানে ছড়িয়ে দেন। এ ঘটনার পর ওই এলাকার মানুষ পুণ্যলাভের আশায় মৃত্যুর পর সেখানে সমাহিত হওয়ার ইচ্ছাপোষণ করেন। ধীরে ধীরে জায়গাটি সবচেয়ে জনপ্রিয় সমাধি ক্ষেত্র হয়ে ওঠে।
গির্জার ভূগর্ভস্থ কক্ষে পিরামিড আকারে নান্দনিকভাবে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য কঙ্কাল। প্রায় ৪০-৭০ হাজার মানুষের হাড়গোড় দিয়ে বানানো হয়েছে গির্জার বিভিন্ন জিনিসপত্র। প্রতি বছর অন্তত দুই লাখ পর্যটক কঙ্কালের গির্জা দেখতে এ শহরে যান।
 
#Did You Know#