চলুন ঘুরে আসি লোধি বাগানে। এই বাগানের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর চারপাশের সজীবতা। কী নেই এখানে! সবুজ ঘাস, সবুজ গাছ, সবুজ লতাপাতা, সবুজ পানিতে শাপলা, আর আছে গাছে সবুজ টিয়া পাখির কলকলানি। চারদিকে ভালোলাগার আমেজ তৈরি করে রাখে এই রঙ-বেরঙের পাখিগুলো। মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে আপনাকে সচকিত করে তুলবে তাদের...