অনেক, অনেক দিন আগের কথা—প্রাচীন পারথিয়া সাম্রাজ্যে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা। সেখানে এক রানি ছিলেন, যার গল্পটা কেবল সোনার মুকুট, জাঁকজমক বা সিংহাসনের মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং তা ছিল ষড়যন্ত্র, শক্তির খেলা এবং দুর্দান্ত বুদ্ধিমত্তার এক অনন্য অধ্যায়। তার নাম ছিল মুসা। মুসার জন্ম ইতালির এক অখ্যাত...