এক সময় ছিল, যখন ইউরেশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডজুড়ে চারটি মহাশক্তি পাশাপাশি টিকে ছিল—হান, কুশান, পার্থিয়া আর রোমান সাম্রাজ্য। দুই শতাব্দীরও বেশি সময় ধরে তারা তুলনাহীন শান্তি ও সমৃদ্ধির আবহে বাস করেছিল। তাদের মধ্যে যুদ্ধ-বিগ্রহ খুব কমই হতো, বরং সিল্ক রোডের পথে চলত অবাধ বাণিজ্য। ইতিহাস সেই সময়কে...