ক্রিকেট সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি। ক্রিকেট নিখুঁত এক শিল্প। অর্থোপার্জন, মনোরঞ্জন এমনকি যুদ্ধ তৈরির জন্যও হাতিয়ার হিসেবে কাজ করে এই খেলাটি। বলা হয় সাহেব সুবাদের হাত ধরেই এই উপমহাদেশে ক্রিকেটের প্রবেশ। ১৮৫৭ সালে ঘটে প্রথম স্বাধীনতা যুদ্ধ, যদিও ভুল করে একে সিপাহী বিদ্রোহ বলে...