যদি ভবিৎষতে কোন দুর্ঘটনা, যুদ্ধ, নাশকতা, মহামারী অথবা প্রাকৃতিক দূর্যোগের কারণে বিশ্বের কোন শস্য-বীজের সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, তখন কি হবে? আবারো ঐ শস্য ফলনের জন্য বীজ কোথায় পাওয়া যাবে? এই সমস্যা সমাধানে নরওয়ের সরকার দেশটির উত্তরে স্ভালবার্ডের প্রত্যন্ত অঞ্চল স্পিটসবার্গেন দ্বীপে নির্মাণ করে বিশ্ব...