ভাবুন তো, এমন এক সময় ছিল যখন মৃত্যুই ছিল মানুষের বিনোদন! অবিশ্বাস্য শোনালেও, রোম শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা কলোসিয়ামের প্রতিটি পাথরের গায়ে যেন সেই ভয়ংকর ইতিহাসের দাগ লেগে আছে। আজ যাকে আমরা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, স্থাপত্যের বিস্ময় হিসেবে দেখি—কখনো তার ভেতরে প্রতিধ্বনিত হতো পশুর গর্জন,...