ঘুরে আসা যাক খ্রিষ্টপূর্ব ৩য় শতকে। গ্রীক দূত মেগাস্থিনিস মেহমান হয়েছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। পরবর্তীতে ভারতের অভিজ্ঞতা নিয়ে পুরো একটি বই-ই লিখে ফেললেন, নাম ‘ইন্ডিকা’। ‘ইন্ডিকা’ থেকেই জানতে পারলাম, সম্রাট চন্দ্রগুপ্ত যখন শিকারে যেতেন, তখন তাকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখার জন্য...