“আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়ারে … করো তোমার মনে যাহা লয়”। হৃদয় স্পর্শ করা গানটি বারি সিদ্দিকীর কন্ঠে শোনা যায় হুমায়ুন আহমেদের “শ্রাবণ মেঘের দিন” ছবিতে, গানটি সবার মন ছুঁয়ে গেলো। তখনই সবাই জানলো গানটির রচয়িতা ‘বাউল উকিল মুন্সী’। ধনী পিতা গোলাম রসুল আকন্দ ছেলের নাম রাখেন আব্দুল হক আকন্দ।তাঁর জন্ম...