নিকোপলিসের ক্রুসেডে খ্রিস্টান বাহিনীকে তুলোধনা করে ইতিমধ্যে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সুলতান বায়েজিদ। ইতিহাসের অন্যতম ভয়ংকর এ যুদ্ধে অটোমান বাহিনীর কাছে দাঁড়াতেই পারেনি ক্রুসেডাররা। এ বিজয় সুলতান বায়েজিদের খ্যাতির জন্য সুখকর ছিল৷ একে একে ইউরোপের অবাধ্য অঞ্চল বাধ্য হচ্ছিল সুলতান বায়েজিদের...