উত্তরের পর্বতমালা থেকে ঝিরি ঝিরি হিমেল হাওয়া ছুঁয়ে যাচ্ছে পূর্ব চীনের শ্যানডং (Shandong) প্রদেশের উপত্যকাগুলোর সবুজের সমারোহকে দোলা দিয়ে। ক্ষনে ক্ষনে বাতাসের ঢেউ খেলানো তরঙ্গের চাপে হেলে-বেঁকে যাচ্ছে উপত্যকার ঘাস-বৃক্ষরাজি। এর মাঝেই দূরে শির উঁচু করে এমনভাবে দাঁড়িয়ে আছে টাই (Tai) পর্বত শৃঙ্গ, যেনো...