১৫৮৫র আগস্টে সৎভাই কাবুল-শাসক মির্জা হাকিমের মৃত্যু সংবাদে সময় নষ্ট না করে সম্রাট আকবর সেই বছরের শেষে সেনাপতিদের নেতৃত্বে শাহী বাহিনী পাঠিয়ে কাবুল দখল নিয়ে সেনা ছাউনি বসান। মৃত শাহজাদার দুই শিশু বালক পুত্র কায়কোবাদ আর আফ্রাসিয়াবকে লাহোরে অন্তরীণ করেন। মির্জার প্রয়াণ, কাবুল দখল আর মির্জার দুই...