হলিউড স্টার ব্রাড পিটের বিখ্যাত মুভি ট্রয় যারা দেখেছেন কিংবা ট্রয় নগরীর সেই মহাকাব্যিক ঘটনা যাদের জানা আছে তাদের কাছে ট্রয় নগরী সম্পর্কে আলাদা করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। প্রাচীন গ্রিক সভ্যতায় ট্রয় নগরী আর রাণী হেলেন ছিলেন প্রবাদপ্রতিম চরিত্র। মানুষের মুখে মুখে লোককথা হিসেবে প্রচলিত ছিল ট্রয়...