আমার বাবা ড. আশরাফ সিদ্দিকী গত ২০ মার্চ আমাদের সবাইকে ফেলে চলে গেছেন অনন্তের দেশে। কদিন নিজের সঙ্গে যুদ্ধ করে পিতৃবিয়োগের শোকের সাথে সমঝোতা করার একটা পথ খুঁজে পেয়েছি। নিজের ভেতর অনুভব করতে পেরেছি, তিনি কাটিয়ে গেছেন এক পরিপূর্ণ জীবন। সে জীবন তো শোকে কাতর হবার নয়, সে তো উদ্যাপনের, সে তো অন্যকে...