উনিশ শতকে ফিলাডেলফিয়াতে ডাঃএস.উইয়ার মিচেল নামে এক খ্যাতিনামা স্নায়ু রোগ বিশেষজ্ঞ বাস করতেন।প্রচন্ড শীতের রাত।সারাদিন আপারেশনের ধকলে শ্রান্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে তিনি চেয়ারে হেলান দিয়ে বসেছেন।অল্পক্ষণের মধ্যে নিদ্রা এসে তার চোখ দুটোকে আচ্ছন্ন করে দিল।চেয়ারে বসে কখন যে তিনি ঘুমিয়ে পড়েছেন তা বুঝতেও...