ইতিহাসের অতলে হারিয়ে যাওয়া মহান সম্রাট অশোকের সন্ধানে - দ্য গ্রেট অশোক, প্রথম পর্ব অনেকক্ষণ হলো সম্রাট অশোক কলিঙ্গ থেকে ফিরেছেন। ফেরার পর থেকেই তাকে লক্ষ করছেন স্ত্রী দেবী। সম্রাটকে অনেক বিষণ্ণ ও ক্লান্ত মনে হচ্ছে। চিন্তামগ্ন অশোকের কাঁধে হাত রাখলেন দেবী। সম্বিৎ ফিরে পেয়ে স্ত্রীর দিকে ঘুরে তাকালেন...