পাহাড়পুর বৌদ্ধ বিহারকে দক্ষিণ হিমালয়ের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। স্থানটি বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। পাল বংশীয় দ্বিতীয় রাজা ধর্মপাল ৭৭০ সাল হতে ৮১০ সালে এই বিহার ও মন্দির নির্মাণ করেন। পাহাড়পুর ও তৎসংলগ্ন স্থানের নাম ছিল সোমপুর (চাঁদের শহর)। এ জন্য পাল...