খান জাহান আলী সম্পকে ত্র কথা বলা হয় য়ে তিনি ছিলেন ইয়েমেন অথবা পারস্য দেশীয় সওদাগর । দিল্লীতে এসে তিনি সুলতান মোহাম্মদ বিন তুঘলকের প্রধানমন্ত্রী হন জাহান আলীর সমাধি লিপি হতে জানা যায় যে, তাঁর উপাধী ছিল উলুখ খান ও খান –আল আজম-খান –জাহান। বিদ্রোহ দমনে জৈনপুর এসে তিনি আধ্যাতিক জ্ঞানলাভ করেন । এ সময়...