বহুমূল্য রত্ন, হীরা, সোনা, মুক্তার তৈরি গয়না, আসবাব, পোশাক-পরিচ্ছদ যত্রতত্র এলোমেলো ছড়ানো, অটোমান হেরেমের প্রতিটি কোণায় রক্ত আর লাশের ছড়াছড়ি, সবচেয়ে দামি অথচ ছিন্ন ভিন্ন বেশভূষায় সজ্জিত এক পৌঢ় নারীর রক্তাক্ত শবদেহটাই আলাদা করে নজর কাড়ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। ইনিই অটোমান সাম্রাজ্যের সবচেয়ে...