মির্জা আসাদুল্লা খান গালিব তথা মির্জা নৌশা, ৮ রজব, ১২১২ হিজরি তথা ১৭৯৭ খ্রিস্টাব্দে আগরায় জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই গালিব খুব আত্মমগ্ন ছিলেন, সারা দিন টো টো করে ঘোরা, ঘুড়ি-পায়রা ওড়ানো – এই সবে মত্ত থাকতেন। ফারসি শিখেছিলেন ইরানী যাত্রী আবদুস সামাদের কাছ থেকে। ১৮১৩ সালে গালিব স্থায়ী ভাবে দিল্লি...