বিশ্বের চিত্রজগতে জার্মান চিত্রকর আলব্রেশ্ট অল্টডর্ফ অথবা ওলন্দাজ চিত্রশিল্পী হেরকুলেস স্যেঘেরস যেমন রহস্যময় শিল্পী বলে পরিচিত তেমনই ফারুখ বেগের আঁকা ছবিও ছিল গূঢ় অর্থপূর্ণ মেজাজে ঢাকা। তাঁর ছবিতে স্তব্ধতার স্পন্দন মূর্ত হয়ে ফুটে ওঠে, চিত্রের স্তব্ধতা শুধু নিজেই প্রাণবন্ত নয়, প্রাণবন্ত করে রাখে...