পলাশী যুদ্ধের খলনায়ক উমিচাঁদ ছিলেন নওয়াবী আমলের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। পলাশীর যুদ্ধতে নবাবের পতন হলে তাঁর সম্পত্তির চার আনা অংশ দিতে হবে বলে এক চুক্তিপত্রে আবদ্ধ হন উমিচাঁদ। এক যুবক নবাব প্রাণপণে চেষ্টা করলেন বাংলা বাঁচাতে। অপরদিকে পরিণত বয়সের প্রভাবশালী ব্যক্তিত্বরা ক্রমাগত সাহায্য করে গেল...