সময় তখন ১৬৯২ সালের মাঝামাঝি। তৎকালীন কলোনিয়াল আমেরিকার ম্যসাচুসেটস প্রদেশের সালেম নামের একটি গ্রামে কিছু ডাইনীর সন্ধান পাওয়া যায়। গ্রামের লোকজন খুব সন্ত্রস্ত হয়ে খেয়াল করল এই ডাইনিগুলো শয়তানের পূজা করার মাধ্যমে নিজেদের এমন অতিমানবীয় ক্ষমতায় নিয়ে গেছে যে তারা যেকোন সময় গ্রামবাসীর ক্ষতিসাধন করতে পারে। উৎসাহী গ্রামবাসী এমন ১৯ জন ডাইনিকে একে একে খুঁজে বের করে। এই ১৯ জনের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ ছিল যে, এরা শয়তানের কাছে নিজেদের আত্মা বিক্রি করে দিয়ে ডাকিনীবিদ্যার চর্চা করে গ্রামের শান্তি নষ্ট করতে চাইছে। এজন্য তারা এই ১৯ জনকে বিচারের মুখোমুখি করায়। শাস্তি হিসেবে তাদের গড়া স্থানীয় বিচারালয়ে এদের মৃত্যুদণ্ড দেয়া হয়। অভিযুক্তদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এই বিচার সম্পন্ন করা হয়। খুঁজে খুঁজে আরো এমন ‘ডাইনি’ ধরে এনে এই আদালত তাদের কারাবন্দী করে রাখে। ইতিহাসে এই ঘটনা পরিচিত সালেম উইচ ট্রায়াল নামে।

FF76FW SALEM WITCH TRIAL, 1692. /nA witch trial at Salem, Massachusetts, in 1692. Lithograph, 19th century.

ডাইনি হত্যার কলংকিত ইতিহাস

১৬৯২ সালে ঘটে যাওয়া সালেম উইচ ট্রায়ালের এই ঘটনার বহু আগে ইউরোপে ডাইনি নিধনের এক করুণ ইতিহাস প্রোথিত হয়েছিল। ১৩০০ সাল থেকে শুরু হওয়া ডাইনি শিকার করার প্রথা চলেছিল আঠারো শতকের শেষ নাগাদ পর্যন্ত। ইউরোপের এই অমানবিক প্রথার তিন-চতুর্থাংশ ঘটেছিল পশ্চিম জার্মানি, ফ্রান্স, উত্তর ইতালি এবং সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলে। ইউরোপের শেষ ডাইনি হত্যার ঘটনা ঘটে ১৭৮২ সালে সুইজারল্যান্ডে। মানুষের ভয় ও আবেগকে কাজে লাগিয়ে এসব ডাইনি হত্যা ছিল প্রকারন্তরে গির্জা রাজনীতি , পারিবারিক শত্রুতার জেরে ঘটা কিছু নিরীহ নারীদের ওপর প্রতিশোধের নির্মম বলিদান।

সালেম উইচ ট্রায়াল

শত শত বছর ধরে প্রায় সব ধর্মের মানুষদের মধ্যে এই বিশ্বাস প্রচলিত ছিল যে শয়তান তার প্রতি আনুগত্যের বিনিময়ে কিছু লোককে এমন কিছু অতিমানবীয় শক্তি প্রদান করে যে শক্তি যে কারো ক্ষতি করার ক্ষমতা রাখে। এদেরকে বলা হতো ডাইনি। ডাকিনীবিদ্যার এই চর্চা পুরুষরাও করতে পারত। ইউরোপে ডাইনি হত্যার কালো ইতিহাস যখন শেষ হওয়ার দ্বারপ্রান্তে তখনই কলোনিয়াল আমেরিকার ম্যাসাচুসেটসে ঘটে ডাইনি হত্যার সবচেয়ে নিষ্ঠুর ঘটনা।

১৭ শতকের ম্যাসাচুসেটস তথা যুক্তরাষ্ট্র ছিল ব্রিটেনের উপনিবেশ৷ এই ম্যাসাচুসেটসে সালেম নামে দুইটি জায়গা ছিল। একটি ছিল ম্যাসাচুসেটস উপসাগর তীরবর্তী শহরতলী সালেম শহর আর আরেকটি ছিল এর ১৬ কিলোমিটার ভেতরে অবস্থিত কৃষিকেন্দ্রিক ছোট্ট গ্রাম সালেম। প্রায় ৫০০ মানুষের বসবাস ছিল এই গ্রামে। গ্রামীণ সমাজ স্পষ্টত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এদের এক ভাগ ছিল বন্দরে কাজে নিয়োজিত চাকরিজীবী। এদের সালেম শহরের বড় বড় ব্যবসায়ীদের সাথে ভাল যোগাযোগ ছিল। আর আরেক ভাগ ছিল দরিদ্র কৃষক শ্রেণী।

বৈচিত্র্যময় এ গ্রামে ১৬৯২ সালের প্রথম নাগাদ একটি গুজব রটে যে গ্রামের কিছু তরুণী শয়তানের আরাধনা করছে এবং তারা তাদের আত্মা শয়তানের কাছে বন্ধক দিয়ে ডাইনিতে রূপান্তরিত হচ্ছে। গ্রামের সহজ সরল মানুষদের মনে এই গুজব বেশ প্রভাব ফেলে এবং আতংকের সৃষ্টি করে। ঘটনাটি ভয়ংকর মোড় নেয় যখন ১৬৯২ সালের জানুয়ারিতে সালেম গ্রামের আধ্যাত্মিক নেতা স্যামুয়েল প্যারিসের ৯ বছর বয়সী কন্যা এলিজাবেথ প্যারিস এবং তার ভাতিজি এবিগাইল উইলিয়ামস হঠাৎ করে মূর্ছাতুর হয়ে পড়ে এবং তার আগে বিকট চিৎকার চেচামেচি করে  মানুষ জড়ো করে ফেলে। এই দুই শিশুকে স্থানীয়  হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক এদের ওপর শয়তান ভর করেছে বলে মত দেয়। এর কিছুদিন পর আরো কিছু তরুণী এরকম হঠাৎ করে চিৎকার চেচামেচি করে মূর্ছা যেতে থাকে। ফলে মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে যে এরা আসলেই ডাইনি কি না। ফেব্রুয়ারির শেষ দিকে আরো ৩ জনকে অভিযুক্ত করা হয় এবং তাদের ডাইনি বলে সাব্যস্ত করে এদের বিচারের জন্য একটি স্থানীয় আদালত তৈরি করা হয়। শেষমেশ এই ৩ জনকে জিজ্ঞাসাবাদে আনা হয় ম্যাজিস্ট্রেট জোনাথন কোরউইন এবং জন হ্যাথ্রোইনের নেতৃত্বাধীন বিচারালয় সালেম উইচ ট্রায়ালে। প্রকৃতপক্ষে অভিযুক্তরা কখনো ডাকিনীবিদ্যার সাথে জড়িত ছিল না। প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে তারা পরিস্থিতির শিকার হয়েছিল মাত্র। অভিযুক্ত ২ জন নিজেদের নির্দোষ দাবি করলেও তিতুবা নামের একজন নিজেকে ডাকিনিবিদ্যার সাথে জড়িত বলে স্বীকার করে। সে চেয়েছিল নিজেকে ডাইনিদের বার্তাবাহক হিসেবে দাবি করে বড় শাস্তি থেকে বাঁচতে। তার এই স্বীকারোক্তিতে কপাল পুড়ে বাকিদের। সে বছরের জুন মাসে প্রথম অভিযুক্ত হিসেবে ব্রিজেট বিশপ নামের এক নারীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই অভিযোগে এরপর আরো ১৮ জন নারীকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এরপর এমনকি ধারাবাহিকভাবে আরো ১৫০ জন পুরুষ ও মহিলাকে মৃত্যুদণ্ড দেয়া হয় শয়তানের আরাধনা করার অপরাধে। মহিলারা ছাড়াও এই তালিকায় কিছু শিশুও ছিল। যাদেরকে একই কায়দায় শাস্তি প্রদান করা হয়।

মানুষদের মধ্যে ডাইনিদের নিয়ে তীব্র আতংক দাঁনা বাঁধতে লাগল। ডাকিনীবিদ্যা চর্চার অভিযোগে প্রচুর নারীকে জেলখানায় পুরা হল। সব মিলিয়ে ধরা হলো ২০০ জনের মতো নারীকে। এদের মধ্যে জেলখানায় ৭ জনের নির্মম মৃত্যু হয়।
মানুষ তখন রাস্তায় বের হতে ভয় পেত। যে কারো রহস্যময় আচরণকে তারা ডাকিনীবিদ্যার প্রমাণ বলে উপসংহারে চলে যেত। রাস্তাঘাটে রাত বিরাতে পারতপক্ষে কেউ বের হতে চাইত না। অবস্থার যতই অবনতি ঘটতে লাগল ততোই বিচারকার্য আরও তীব্র হওয়া শুরু করল।

মিথ্যা এই বিচারকার্য এভাবে বিরামহীনভাবে একপেশে রায় দিয়ে চলতে থাকলে সেপ্টেম্বর মাসে অভিযুক্তরা সাধারণ জনগণের সহানুভূতি পায়  এবং তারা বিশ্বাস কর‍তে শুরু করে এই বিচার আসলে এক সাজানো ব্যাপার ছাড়া কিছুই না। কিন্তু ততোদিনে খুব দেরি হয়ে গিয়েছিল। পরবর্তীতে ম্যাসাচুসেটস সরকার এই ঘটনাকে অবিচার হিসেবে উল্লেখ করে। ১৬৯৭ সালের জানুয়ারিতে এই আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্তদের সম্মানার্থে ম্যাসাচুসেটস এর কেন্দ্রীয় আদালত একদিনের জন্য উপবাস পালন করে মৃতদের স্মরণ করে। স্যামুয়াল সেওয়াল নামের সালেম উইচ ট্রায়াল এর এক বিচারক প্রকাশ্য জনগণের কাছে ক্ষমা চান। ম্যাসাচুসেটস কর্তৃপক্ষ মৃতদের পরিবারেকে ক্ষতিপূরণ প্রদান করে। অনেকেই এই ভয়ানক স্মৃতি ভুলে থাকার জন্য সালেম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন। পুরো এলাকা স্বাভাবিক হতে অনেক সময় লেগেছিল।

সালেম গ্রামে এখনো এই অন্যায় ঘটনাকে স্মরণ রাখার জন্য কথিত ডাইনিদের বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে।

মধ্যযুগে শুরু হওয়া এই ইউরোপীয় বর্বরতার বলি হওয়া নিরপরাধ কিছু নারী ও পুরুষের এমন ত্যাগের উপর দাঁড়িয়ে আজকের ইউরোপ পৃথিবীতে সবচেয়ে বেশি আধুনিক এবং প্রগতিশীল। সালেম উইচ ট্রায়ালের মত অমানবিক হত্যাযজ্ঞ ইতিহাসে দগদগে ঘা হয়েই রবে চিরকাল।

তথ্যসূত্র

https://www.google.com/amp/s/www.history.com/.amp/topics/colonial-america/salem-witch-trialssalem-witch-trials

https://www.britannica.com/event/Salem-witch-trials

https://www.smithsonianmag.com/history/a-brief-history-of-the-salem-witch-trials-175162489/

শিউলি ফুলের বিষণ্ণতার গল্প

শরতের রাতের সৌন্দর্য বলতে যে ফুলকে বোঝানো হয়, তা হলো শিউলি ফুল। তবে এ সৌন্দর্য আনন্দের নয়, বেদনার প্রতীক। শিউলি ফুলের নাকি সব সময়ই মন খারাপ থাকে। সূর্যের ওপর তার এক রাশ অভিমান। তাই তো রাতের আঁধারেই নিজেকে ফুটিয়ে তুলতে পছন্দ করে সে এবং সূর্য ওঠার আগেই লুকিয়ে ঝরে পড়ে।...

মিশরীয় সিন্ডারেলা

মিশরে তখন ১৬ তম রাজবংশের যুগ। পার্সিয়ান আক্রমনের সম্ভাবনায় দিন গুণছে মিশর। সে সময় মিশরীয় সৈন্যদের তুলনায় গ্রীক সৈন্যদের কদর ছিলো অনেক বেশি। কারণ গ্রীক সৈন্যদের দক্ষতার গল্প প্রচলিত ছিলো বিশ্ব জুড়ে। এমন সময় ফারাও এপ্রিয়েজকে হত্যা করে মিশরের নতুন ফারাও হলেন রাজবংশের...

প্রাচীন সভ্যতায় ঈশ্বরের ধারণার উৎপত্তি ও সংখ্যাগত অবনমন

যে কোন সভ্যতার প্রাচীন ইতিহাস ঘাটলেই আমরা বহু ঈশ্বর বা গডের অস্তিত্বের কথা জানতে পারি। তবে আজকের প্রেক্ষাপটে ঈশ্বর সম্পর্কে এ ধারণা অনেকটাই পাল্টেছে। কেননা বর্তমান বিশ্বে বহু ধর্মমত এখনও বিদ্যমান থাকলেও ঈশ্বরের সংখ্যার বিষয়টি কমে এসেছে। একেশ্বরবাদ কিংবা বহুঈশ্বরবাদী...

হিন্দু দেব-দেবীর ধারণা প্রাচীন মধ্য এশীয় বিশ্বাসেরই প্রতিরূপ নয় তো?

সিংহবাহনের ওপর এক হাতে চাঁদ ও এক হাতে সূর্য নিয়ে চার হাতবিশিষ্ট এক দেবী যুদ্ধবাজ ভঙ্গিমায় আসীন নিজের সন্তানদের প্রতিরক্ষার জন্য। খুব পরিচিত লাগছে তাই না? নিশ্চয়ই দেবী দুর্গার সাথে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন। কিন্তু এ তো দুর্গা নয়, ব্যাক্ট্রিয়ান মাতৃদেবী ‘নানায়াহ’ বা ‘ননা’...

মহাবীর কর্ণের অন্তিম যাত্রা

সূর্যদেব অস্তে চলে যাচ্ছেন। গোধূলিবেলার লালচে আলোতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার এই জন্মের শত্রুকে। তার গান্ডিব ধরা উদ্ধত হাতে চকচক করছে অঞ্জলিক বাণ, যা আমার মস্তক ছেদ করার জন্য একটু পরেই ছুটে আসবে।পান্ডব বীর অর্জুন, যে আমার চরম শত্রু আবার আমার সহদর কনিষ্ঠ ভ্রাতা।ওই...

মেহেদী হাসান খান

মেহেদী হাসান খান ১৮ বছর বয়সের মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হলেন,কিন্তু পড়াশোনায় তার মন নাই! কিন্তু কেন? তিনি নাওয়া- খাওয়া, পড়াশোনা বাদ দিয়ে একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে বাংলা ভাষায় লেখার জন্য লড়াই শুরু করলেন। একটাই জেদ, বাংলা...

ঢাকার হারিয়ে যাওয়া সংগ্রহশালা- বলধা জাদুঘর

১৯২৫ সালের ঢাকা; ফুলবাড়িয়া রেলস্টেশন থেকে বেরিয়ে রেললাইন ধরে নারায়ণগঞ্জের দিকে কিছুদূর এগুলে উয়ারি। উয়ারির শেষ সীমানায় এক সরু রাস্তা চলে দিয়েছে নারিন্দার দিকে। সরু সেই রাস্তার একপাশে বহু পুরাতন খ্রিস্টান কবরখানা আর তার বিপরীতে উঁচু পাচিলঘেরা কম্পাউন্ডের ভেতর দোতলা...

সুন্দরবন ধ্বংসের ইতিবৃত্ত

ব্রাজিলের চিরসবুজ বিস্তৃত এমাজন (Amazon Rainforest) গহীন বনাঞ্চলকে বলা হয় বিশ্বের ফুসফুস, তেমনি সুন্দরবনও বাংলাদেশের শ্বাস-প্রশ্বাসের এক অঙ্গ। এই ঘন বনাঞ্চল বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগেরও এক প্রতিরোধ। সুন্দরবনকে ঘিরে আশেপাশের জনপদে ছড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। এমনি...

ঢাকার এক বিস্মৃত চিকিৎসক

দিনটি ছিল ১৫ই নভেম্বর ১৮৬৪ সাল, মঙ্গলবার। সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। নারিন্দার খ্রিস্টান কবরস্থানের দীর্ঘ ঘাসের ঝোপে অবশ্য তখনই অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যা হলে এই এলাকায় সহজে কেউ পা বাড়ায় না। কিন্তু সেদিন পুরো এলাকা লোকে লোকারণ্য- আছে ইংরেজ, আরমেনিয়, দেশী সব...

ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ

পূর্বকথাঃ উনিশ শতকের মাঝামাঝি সময়ের কথা। আরমানিটোলার মহল্লা আলে আবু সাঈদে তখন এক প্রভাবশালী জমিদারের বাস, নাম- মীর্জা গোলাম পীর। দাদা মীর আবু সাঈদ  ইস্ট ইন্ডিয়া কোম্পানির রমরমা যুগে তুরস্ক থেকে এসে ঢাকায় থিতু হয়েছিলেন। মীর্জা গোলাম পীরের আরেক নাম মীর্জা আহমেদ জান। তবে...