শৈশব থেকে আমার ইচ্ছে ছিল মিলিটারী কলেজে পড়াশুনা করা। ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তিন বার। প্রথম দু'বার অকৃতকার্য হবার পর একজন সামরিক বাহিনীর টিউটরের সহায়তায় তৃতীয় বারে পাশ করেছিলাম। ১৮৯৩ সালে, আঠারো বছর বয়সে আমি স্যান্ডহার্স্টের (Sandhurst) রয়েল মিলিটারী কলেজে ভর্তি হই।...