মঙ্গল পান্ডের ফাঁসির ঠিক উনপন্চাশ দিন পর আগুন জ্বলে উঠলো আম্বালায়। মাঝরাতে সিপাহি ব্যারাকের ছাউনিতে আগুন জ্বলে উঠে ।প্রতিদিন এটা বাড়তে থাকে। কে বা কারা এই আগুন লাগায় সেটা টের পাওয়া যায়না। তবে যে সব সিপাহি চর্বির মতো জিনিষ মাখানো খোলস সমেত কার্তুজ ব্যাবহার...