এই ফুলটির জন্মের ইতিহাসটা বেশ নাড়া দেয়ার মত প্রাচীন গ্রীস: আয়নার তখনও আবিস্কার হয়নি, সবাই, সবাইকে তার নিজের রুচীতেই সাজিয়ে দিতো। দিনকাল বেশ চলছিল। ১৭ বছরের একটি যুবক, ভীষণ সুন্দর দেখতে। বেশ চন্চল আর ডানপিটেও বটে। সবাই সৌন্দর্য্যের জন্য ওকে আদর করতো। ও কিন্তু তা বুঝতো...