১৮৭৮ সাল, রবীন্দ্রনাথের বয়স তখন সবে ১৭। কপালকুণ্ডলা, বিষবৃক্ষ পড়ে মনে মনে তিনি নিজেকে নবকুমার ও নগেন্দ্র ভাবতে শুরু করেছেন। রোমান্সের গন্ধ পাওয়া যাচ্ছে একটু একটু। কিন্তু তার তখনো ভয় ঘুচেনি, আড়ষ্টতা কাটেনি। পরিবার তাই চিন্তিত। বিলেতে যেতে হবে, বিলেতি আদব-কায়দা...