স্থান: আমিনার কক্ষ। আমিনা: আসো বড় আপা। আপনি তো আজকাল এই পানে আসেন না। আপনি তো ঈদের চাঁদ হয়ে গেছেন। কিছু সংবাদ আছে? ঘসেটি: তোমার সুখ মাপতে এলাম রাজমাতা। দেখতে এলাম তোমার ভরা সংসার। নবাব পুত্র, নবাব বেগম পুত্রবধূ। আমার অবস্থা তো আজকাল দাসী-বান্দির মত। এককোণে পড়ে...