খ্রীষ্টপূর্ব ৩৭৫ সালে বিখ্যাত দার্শনিক এবং রাষ্ট্র চিন্তাবিদ প্লেটো যখন "রিপাবলিক" লেখেন, তখন এথেন্সের বেশীরভাগ নারীর স্বাধীনতা বলতে তেমন কিছুই ছিল না। তারা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক। নারীর ভোট দেবার অধিকার ছিল না, এমনকি তারা জমির বা বাড়ীর মালিকও হতে পারতো না। আর...