জায়গাটি তৎকালীন ভারতবর্ষের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় খ্যাত তক্ষশীলা। গ্রীক দিগ্বীজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে দেখা করতে এসেছে বিশ বছর বয়সী একজন যুবক। যুবকের চোখে-মুখে বিস্ময়। অবাক চাহনিতে অপলক তাকিয়ে দেখছে সে ঘোড়সওয়ারী আলেকজান্ডারকে, আর ভাবছে কিভাবে এমন দিগ্বীজয়...