ঘড়িঘরটা বার্ন শহরের ঠিক মাঝখানে, সামনে পাথরে বাঁধানো খোলা জায়গায় প্রতি বিকেলেই অনেক মানুষের অলস আলাপ জমে উঠে। বসন্তের দিনগুলোতে এই শহরটাকে অ্যালবার্টের বেশ লাগে। তিন বছর আগে প্রথম যখন এ শহরে এসেছিলেন তখন তার না ছিল চাকরি, না ছিল কোনো বন্ধু। ঘণ্টায় তিন ফ্রাঙ্ক পারিশ্রমিকের বিনিময়ে ছাত্র পড়ানোর এক...