১৮২৪-৩১ সাল সময়ে উত্তর ময়মনসিংহ অঞ্চলে জমিদার প্রথার বিরুদ্ধে এক গণআন্দোলন গড়ে উঠেছিল। এই বিদ্রোহ পরিচালিত হয়েছিল এমন কিছু মানুষের দ্বারা যারা নিজেদের পাগল বলে আখ্যায়িত করতো। করম শাহ নামের এক সূফী এই পাগল সম্প্রদায়ের নেতা ছিলেন। জমিদার প্রথার বিরুদ্ধে সাধারণ কৃষকদের সাথে নিয়ে পাগলদের এই আন্দোলন...