১৩৫০ সালের দিকে মুসলিম বাহামনি সাম্রাজ্য গোয়া কিছুদিনের জন্য হিন্দু রাজার অধীনে থাকলেও পরবর্তীতে আবার মুসলমানরা তা জয় করে নেয়। পঞ্চদশ শতকের শেষ দিকে বাহমানি সাম্রাজ্য পাঁচটি ছোট রাজ্যে বিদার, বেরার, আহমাদনগর, গোলকোন্দা ও বিজাপুর এই নামে বিভক্ত হয়ে যায় l গোয়া ছিল সুলতান আদিল শাহের অধীনে বিজাপুরের...