২৩ জুন বর্ষার রাতে সিরাজ হেরে পলাশীর প্রান্তর থেকে পালালেন রাজ্য উদ্ধারের আশায় পাটনার দিকে। দাদপুরে মীরজাফরকে ক্লাইভ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বললেন। রাতে মীরজাফর সৈন্য সামন্ত নিয়ে মুর্শিদাবাদে ফিরলেন। সিরাজের সঙ্গী বিশ্বস্ত খোজা, বেগম লুৎফা, শিশু কন্যা উম্মে জোহরা এবং আরও দু চারজন মহিলা দাস...