আজ আমার মূল্য শুধুই ত্রিমাত্রিক আলো: বিশাল বুদ্ধকে ধারন করে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিলাম ১ নীরবে আফগানিস্তানের পাহাড়ে ছিলাম আমি শত শত বছর ধরে! তোমরা তো সবাই আমাকে চেনো ১ আমি হচ্ছি সেই বামিয়ান উপত্যকার বুদ্ধ মূর্তিদ্বয়। বামিয়ান , বর্তমান আফগানিস্তানের ৩৪ টি প্রদেশের একটি এবং পাহাড়ের উপর...