বিস্ময় জাগানিয়া! হাজার হাজার বছর আগে আদিম মানুষের হাতে আঁকা এত সুন্দর আর শৈল্পিক চিত্র বিস্ময়ের জন্ম দেবে যে কারো মনে। লস্কো গুহাটি প্রস্তর যুগের গুহাচিত্রের জন্য সারা পৃথবীতেই বিখ্যাত। এটি দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের দোর্দনে অঞ্চলের মন্তিনিয়াকে অবস্থিত। ১৯৪০ সালের ১২ সেপ্টেম্বর চারজন ছেলে...