অকাল প্রয়াত ফ্যারাও তুতেন খামেনের মরদেহ মমি করা হয়েছিল অন্তত তিন হাজার তিনশো বছর আগে। ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হার্ডওয়ার ও তার সঙ্গী জর্জ হাবার্ট তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেন। তার ঠিক তিন বছর পর পাওয়া যায় একজোড়া ছোরা। গঠন দেখে ধাঁধায় পড়ে যান বিজ্ঞানীরা। যে ধাতব দিয়ে ছোরা গুলি...