রোম যখন জ্বলছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল!! হাজার বছর পরও এ প্রবাদের ব্যাবহার দেখতে পাওয়া যায় l রোমান সম্রাট নিরো ছিলেন রোমান সাম্রাজ্যের একজন অদ্ভুত শাসক। রোম নগরী পুড়ে যাওয়ার সময় সম্রাট নিরো কি আসলেই বাঁশি বাজাচ্ছিলেন? এ প্রশ্নের উত্তর পেতেগেলে হাজার বছরের পুরনো রোমে ঘুরে আসতে হবে l...