১৮৫৭ সালের ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের অসফলতার পেছনে কলকাতার বাবু ও ঢাকার নবাবদের বিরোধীতায় কী দায়ী? জানেন কি? আমরা দুইটি পর্বে সেই গল্প বলবো। আজ প্রথম পর্বে কলকাতার বাবুদের গল্পটি বলছি। তবে তার আগে ইংরেজদের ভারতে আসার কিছু কথা বলে নেয়া যাক। ১৬০০ সালে ভারতে বৃটিশরা প্রথম আসে ইস্ট...