বাঙালির বারো মাসে তেরো পার্বন। সারা বছরজুড়ে কোনো না কোনো উৎসব লেগেই থাকে বাঙালির ঘরে ঘরে। তেমনি এক উৎসব হল ভাইফোঁটা। ভাইবোনের পবিত্র ও সুন্দর সম্পর্ককে উদযাপন করা হয় এ উৎসবের মাধ্যমে। ভাইয়ের মঙ্গল কামনায় বোনের এদিন ভাইদের কপালে ফোঁটা বা তিলক দেয়, ভাইদের পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ায়। হাসি-আড্ডা,...