পীত সমুদ্রের শেষ সীমায় মন্থর গতিতে একটি শত দাঁড় বিশিষ্ট নৌকা 'শত অনিত্ৰ' এগিয়ে চলেছে। যাবনিক বর্ষপঞ্জি মতে সময়কাল ৪৮ খ্রিস্টাব্দ। দোতলার সুসজ্জিত রইঘরে ছোট পালঙ্কের ওপর আধশোয়া অবস্থায় ততোধিক ছোট বাতায়নে চোখ রাজকুমারী সুরিরত্নার। একঘেয়ে সমুদ্রযাত্রা। তাম্রলিপ্ত বন্দর পার হবার দু দিনের মধ্যেই...