আনারকলি। ইতিহাসের এক রহস্যজনক চরিত্র। ভারতের "মুঘল-ই-আজম" সিনেমাতে আকবরপুত্র সেলিম ও মোঘল দরবারের নর্তকী আনারকলির সাথে গভীর প্রণয় দেখানো হয়েছে, যেই ভালোবাসার অপরাধে আকবর আনারকলিকে জীবন্ত সমাধিস্থ করেছিলেন। কিন্তু এই যে ঘটনাটি দেখানো হয়েছিল তার সত্যতা কতটুকু? সত্যিই কি আনারকলিকে জীবন্ত কবর দেয়া...





