হাজী শরীয়তুল্লাহ। তার নামেই শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন ফরায়েজী আন্দোলনের নেতা। তিনিই প্রথম তৎকালীন পূর্ববঙ্গে নীলকর আর জমিদারদের বিরুদ্ধে দরিদ্র কৃষকদের লড়াই করার জন্য সংগঠিত করেছিলেন। জমিদারি প্রথা উচ্ছেদের লড়াই ছিল এই অঞ্চলের আধুনিক সময়ের প্রথম প্রত্যক্ষ শ্রেণী সংগ্রাম। জমিদারি উচ্ছেদের লড়াইয়ের হাত ধরেই আসে পাকিস্তান নামের রাষ্ট্র, যা ছিল সেই সময়ের স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা। আমরা এই মহান নেতার পরিচয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।
হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরায়েজী আন্দোলনের নেতা। তার নামেই শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। তিনিই প্রথম জমিদারি উচ্ছেদের লড়াইয়ে দরিদ্র কৃষকদের সংগঠিত করেছিলেন। এ লড়াইয়ের হাত ধরেই আসে পাকিস্তান নামের রাষ্ট্র, যা ছিল সেই সময়ের স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা।