মহাভারতের প্রভাবশালী নারী চরিত্রের মধ্যে একটি হচ্ছে রাজমাতা সত্যবতী । তিনি ছিলেন স্বয়ং মহাভারতের রচয়িতা মহর্ষী বেদব্যাসের মাতা। কৌরব, পান্ডব বংশের সূচনা তথা সমগ্র মহাভারতের ঘটনাপ্রবাহের সূচনা তাঁর মাধ্যমেই শুরু হয়। হস্তিনাপুরের মহারাজা শান্তনুর তাঁকে বিবাহ করার পর...